Doctors’ Phonebook

Doctors’ Phonebook in Rangpur হলো রংপুর শহরের ডাক্তারদের ফোনবুক; রংপুর শহরের কোনো ডাক্তারের এপোয়েন্টমেন্ট নেওয়ার জন্য অগ্রীম সিরিয়াল বুক করতে এটি একটি সহায়ক তথ্যকোষ। এখানে রংপুর শহরের প্রায় ২৫০ জন ডাক্তারের পরিচিতি, পারসোনাল প্রাকটিসের চেম্বারের ঠিকানা এবং অগ্রীম সিরিয়ালের ফোন নাম্বারের তথ্যপঞ্জি নিয়ে এই ফোনবুকটি সাজানো হয়েছে যা A4 পৃষ্ঠার পেজে প্রিন্ট ভার্সনে ৪১ পৃষ্ঠা হয়ে যায়। তাই সহজে কাঙ্ক্ষিত ডাক্তারের অগ্রীম সিরিয়ালের ফোন নাম্বার খুঁজে পেতে এই ফোনবুকে অভিধান পদ্ধতি অনুসরণ করা হয়েছে, অর্থাৎ আপনি যে ডাক্তারের সিরিয়ালের ফোন নাম্বার চান সেই ডাক্তারের নামের প্রথম অক্ষর ধরে তার পরিচিতি সেই অক্ষরের প্লট থেকে খুঁজে নেবেন।
আমি ২০১৮ সালে এই প্রজেক্টটি করেছিলাম এবং প্রজেক্টটির ফিল্ড ওয়ার্ক তথা মাঠে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ থেকে শুরু করে তথ্যাদি শ্রেণিকরণ, টাইপিং এবং অনলাইন পাবলিশিং পর্যন্ত যাবতীয় কাজ আমি নিজ উদ্যোগে একাই সম্পন্ন করেছিলাম।
প্রজেক্টটি অনলাইনে দেখতে এখানে–ক্লিক–করুন কিংবা “Doctors’ Phonebook in Rangpur” লিখে গুগলে সার্চ দিন।
ধন্যবাদ |
© মেহেদী হাসান,
উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা,
Doctors’ Phonebook in Rangpur