মেহেদী হাসান বাংলাদেশের একজন তরুণ বহুমাত্রিক ব্যক্তিত্ব যিনি একাধারে লেখক, গবেষক, পরামর্শক, গণসচেতনতা কর্মী এবং অন্যতম স্মার্ট উদ্যোক্তা। বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে তার পরিচিতি উপস্থাপন করা যেতে পারে।
মেহেদী হাসান বাংলাদেশের অন্যতম মনস্তাত্ত্বিক গবেষক এবং মানসিক পরামর্শদাতা। তিনি তার জীবনে বিচিত্র সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং সেসব নিয়ে তৈরি করেছেন তার গবেষণার জগৎ। তিনি কনসালটেন্সি তথা পরামর্শ বিষয়টাকে খুব উপভোগ করেন, কারণ এর জন্য তাকে অনেক কেস স্টাডি ও বাস্তব জ্ঞানার্জন করতে হয়; আর নতুন জ্ঞানার্জন তার প্যাশন। আর সেই প্যাশনকেই তিনি প্রফেশনে রূপান্তর করতে চলেছেন। আর তিনি জ্ঞানের প্রায়োগিক দিকের উৎকর্ষ সাধনে বদ্ধপরিকর। তাই জ্ঞানের প্রয়োগশালা ও জ্ঞানকে প্রায়োগিক করে মানুষের সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম হিসেবে তিনি গড়ে তুলেছেন তার অনলাইনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান Advisers’ Link। এটির অনলাইন ও মিডিয়া প্রকাশনাসমূহ সব ইংরেজিতে হয়ে থাকলেও আপনি এখানে বাংলায় মেসেজ করে তাদের সাথে যুক্ত হতে পারেন।
গবেষক ও পরামর্শক হিসেবে তার পরিচয় বলতে হয় যে, তিনি মূলত একজন মনস্তাত্ত্বিক গবেষক এবং ক্যারিয়ার, বিবাহ ও পারিবারিক জীবন এবং লাইফ সল্যুশন বিষয়ক পরামর্শক তথা কনসালটেন্ট।
তিনি একজন শিক্ষা, কর্ম, উপার্জন ও ব্যক্তিক উন্নয়ন বিষয়ক উপস্থাপক। আপনি তার পরিচিত কিংবা ভার্চুয়াল ফ্রেন্ড হয়ে থাকলে ফেসবুক লাইভে কিংবা কোনো অনুষ্ঠানে হয়তো আপনি তার পরামর্শমূলক উপস্থাপনা শুনে থাকতে পারেন।
এসবের পাশাপাশি তিনি একজন ফিচার লেখক এবং ওয়েব কনটেন্ট লেখক। এছাড়াও তিনি টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেন এবং সিএমএস দিয়ে ওয়েবসাইট তৈরী ও তথ্য ব্যবস্থাপনা করে থাকেন।
Advisers’ Link এবং Job Expedition তার ২টি ক্ষুদ্র ব্যবসা প্রকল্প। এসব মূলত সার্ভিস বিজনেস। নিম্নে এসব ব্যবসা প্রকল্পের নাম, ওয়েব অ্যাড্রেস এবং ভিজিটিং লিংক তুলে ধরা হলো—
বর্তমানে তিনি Integrated Learning Strategy এবং Integrated Working Strategy নিয়ে কাজ করছেন। এ নিয়ে তিনি Learning to Earning Reflexive Strategy এবং Multi-link Business Strategy নামক দুইটি স্ট্রাটেজি ডেভেলপ করছেন। আর তিনি Sustainable Living Planning নিয়ে কাজ করার পরিকল্পনাও করেছেন।
যেসব বিষয়ে মেহেদী হাসান প্রথম/ অন্যতম—
এই পয়েন্টটি লেখা হয়েছে শুধু তাদের জন্য যারা মেহেদী হাসানকে না জেনে না বুঝেই এটাসেটা বলেন তাদের উদ্দেশ্যে। গণিত বইয়ের কোনো একটা অংক যদি আপনি না পারেন সেটা গণিত বইয়ের লেখকের দোষ নয়, সেটা আপনার সমস্যা। তেমনি মেহেদী হাসান এর কোনো একটা প্রজেক্টের ভ্যালু বা গুরুত্ব যদি আপনি না বুঝে সেটাকে অনর্থক মনে করে থাকেন তবে সেটা আপনার দৃষ্টিভঙ্গি, মনমানসিকতা ও বুদ্ধিমত্তার সংকীর্ণতা, সেটা মেহেদী হাসান এর সমস্যা নয়। আপনি তার বিষয়বস্তুকে অর্থহীন বলার আগে মিলিয়ে দেখুন আপনি তার যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং দৃঢ় ব্যক্তিত্বের ধারেকাছেও আছেন কি না? যদি আপনি এসব দিক দিয়ে তার চেয়ে উচ্চ লেভেলে থাকেন তাহলে তার সমালোচনা করবেন এবং তিনি তা মেনেও নেবেন। এবার তার সাথে আপনাকে মিলিয়ে নিন—
• মেহেদী হাসান বাংলাদেশের প্রথম ডিজিটাল লোকাল কমিউনিকেশন মিডিয়া “চতরাপিডিয়া” এর রূপকার।
• মেহেদী হাসান রংপুরের প্রথম ডিজিটাল হেল্পবুক “ডক্টরস ফোনবুক ইন রংপুর” এর রূপকার।
• মেহেদী হাসান প্রাইভেট জব সল্যুশন নিয়ে তৈরি করা প্রজেক্ট “Job Expedition” এর প্রতিষ্ঠাতা এবং চাকরিবাকরি বিষয়ক সহায়ক বই “জব হ্যকস” এর লেখক।
• মেহেদী হাসান বাংলাদেশের সর্বকনিষ্ঠ লাইফ সল্যুশন কনসালটেন্ট এবং লাইফ সল্যুশন কনসালটেন্সি ফার্ম Advisers’ Link এর প্রতিষ্ঠাতা।
• মেহেদী হাসান একজন মানসম্মত উপস্থাপক ও মুক্ত চিন্তক।
• মেহেদী হাসান সামাজিক সমস্যা ও তার উত্তরণ নিয়ে কাজ করা একজন ডেডিকেটেড গবেষক।
• মেহেদী হাসান সামাজিক কাপটাচারের বিরূদ্ধে একটি সদা জাগ্রত প্রতিবাদী স্বত্ত্বা ও উদারনৈতিক চিন্তা-চেতনার প্রসারকারী।
• মেহেদী হাসান নতুন নতুন অল্প বিনিয়োগের লাভজনক ব্যবসা তৈরির একটি আইডিয়া ব্যাংক।
• মেহেদী হাসান একজন ই-শিখন উদ্যোক্তা।
এসবসহ সৎ, নিষ্ঠাবান, আত্মসচেতন, চামচামিমুক্ত–অন্ধঅনুকরণমুক্ত–দ্বিমুখীতামুক্ত এক স্বকীয়তায় ভাস্বর ব্যক্তিত্বের নাম “মেহেদী হাসান”।
এতক্ষণ বইপুস্তকের লেখক পরিচিতির মতো করে আমার পরিচিতি তুলে ধরা হলেও এরপরের বাকি অংশে আমি আমার নিজের বিবৃতিতে আমার বাকি পরিচয়টুকু তুলে ধরি:—
আমার পাবলিক অ্যাকসেসঅ্যাবল রিসোর্সসমূহ—
• আমার নিজ উদ্যোগে সম্পন্ন করা সোশ্যাল ওয়ার্কস ও শিক্ষাবিষয়ক প্রজেক্টসমূহ দেখতে এখানে–ক্লিক–করুন।
Note: আমার লেখা ওয়েব কনটেন্টসমূহ দেখতে আমার বিজনেস ওয়েবসাইটগুলো ভিজিট করুন আর আমার ফেসবুক লাইভসমূহ দেখতে আমার ফেসবুক প্রোফাইলের Videos সেকশন ভিজিট করুন। আমার ফেসবুক প্রোফাইলে যেতে এখানে–ক্লিক–করুন।